১৬ জুন, ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৩টায় বেথুন কলেজের কাদম্বিনী ভবনের শতবার্ষিকী কক্ষে ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়- এর জীবন ও সমকালের উপর লিখিত 'প্রথমা' গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এই উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজক বেথুন কলেজ সম্মিলনী ও প্রকাশক বি.বি. কুণ্ডু গ্র্যান্ড সন্স।
View Invitation